দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্সে যুক্ত হচ্ছে ২৭টি কোম্পানি। রোববার (২৩ জানুয়ারি) থেকে এ সূচক গণনায় নতুন যুক্ত হওয়া কোম্পানিগুলোকেও বিবেচনায় নেয়া হবে।
স্টক এক্সচেঞ্জটির বাছাই করা ৩০ কোম্পানি নিয়ে গঠিত সূচকে অন্তর্ভুক্ত কোম্পানির ক্ষেত্রেও পুনঃসমন্বয় করা হয়েছে। এতে ডিএস-৩০ সূচক থেকে ৫টি কোম্পানি বাদ পড়েছে। তবে নতুন করে যুক্ত হচ্ছে আরও ৫ কোম্পানি। কোম্পানিগুলো হচ্ছে, ইসলামী ব্যাংক, আইএফআইসি ব্যাংক, ওরিয়ন ফার্মা, পাওয়ার গ্রিড ও ফরচুন সুজ।
ডিএস-৩০ সূচকে অন্তর্ভুক্ত কোম্পানির ক্ষেত্রে পরিবর্তন আনা হয়েছে অর্ধবার্ষিক মূল্যায়নের ভিত্তিতে। বর্তমানে স্টক এক্সচেঞ্জটির প্রধান সূচক ডিএসইএক্স গণনা করা হয় ৩১১টি কোম্পানির লেনদেনের ভিত্তিতে। রোববার থেকে সেখানে আরও ২৭টি কোম্পানি যুক্ত হবে। ফলে ওই দিন থেকে ডিএসইএক্স সূচক গণনা করা হবে ৩৩৮টি কোম্পানির লেনদেনের ভিত্তিতে। প্রধান সূচকে নতুন ২৭টি কোম্পানিকে যুক্ত করা হয়েছে বার্ষিক মূল্যায়নের ভিত্তিতে।
Leave a reply