আফগানিস্তানে কূটনৈতিক দফতর খুললো ইইউ

|

ছবি: সংগৃহীত।

আনুষ্ঠানিকভাবে তালেবান শাসিত আফগানিস্তানে কূটনৈতিক দফতর খুলেছে ইউরোপীয় ইউনিয়ন। এক টুইট বার্তায় এ তথ্য জানিয়েছেন আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল কাহার বলখি।

টুইটারে আব্দুল কাহার বলখি বলেন, নিয়মিত মিটিং ও ইইউ প্রতিনিধিদের সাথে বোঝাপড়ার পর তারা (ইউরোপীয় ইউনিয়ন) দূতাবাস চালু করার সিদ্ধান্ত নিয়েছে। দূতাবাস চালুর মাধ্যমে ইউরোপিয়ান দেশগুলির সমন্বয়ে গঠিত এই সংগঠনটি কাবুলে স্থায়ী উপস্থিতি এবং ব্যবহারিক কাজ শুরু করেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র আগেও জানিয়েছিলেন, ২২০ মিলিয়ন ইউরো ছাড়াও ইউরোপীয় ইউনিয়ন আফগানিস্তানে অতিরিক্ত ২৬৮ মিলিয়ন ইউরো সহায়তা প্রদান করবে। শিক্ষকদের বেতন দেয়ায় কাজে লাগানো হবে এই সহায়তা।

মার্কিন যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের পরপরই ২০২০ সালের ১৫ আগস্ট তৎকালীন আশরাফ গনি সরকারকে হটিয়ে দ্বিতীয়বারের মতো দেশটির ক্ষমতায় বসে তালেবান। কিন্তু বিশ্বের কোনো দেশই এখন পর্যন্ত আফগানিস্তানের এই তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply