কোয়ারেন্টাইন জটিলতার কারণে বাতিল হয়ে গেছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যকার সাদা বলের সিরিজ। তাই অস্ট্রেলিয়ার ফ্রাঞ্চাইজি লিগ বিগ ব্যাশে খেলতে চেয়েছিলেন সদ্যই অ্যাশেজ সিরিজ শেষ করা স্টিভেন স্মিথ। কিন্তু নিয়মের দোহাই দিয়ে তাকে খেলতে দেওয়া হলো না আসরটিতে।
বিগ ব্যাশে দুই সপ্তাহ আগে একটি নিয়ম চালু করা হয়েছে। যেখানে বলা হয়েছে, দলের কোনো খেলোয়াড় করোনায় আক্রান্ত হলে তার পরিবর্তে অন্য ক্রিকেটার সই করানো যাবে। এর জন্য ক্রিকেটারদের একটি পুল তৈরি করা হয়, যেখান থেকে দলগুলি তাদের পছন্দের খেলোয়াড় বেছে নিতে পারবে। কিন্তু স্মিথ সেই পুলের অংশ ছিলেন না। সিডনি তাদের দলে স্মিথকে নিতে চাইলে আসরের অন্য দলগুলো এতে আপত্তি জানায়। তাই স্মিথকে খেলার অনুমতি দেয়নি অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড।
তবে একইসাথে অ্যাশেজে খেললেও বিগ ব্যাশে নিজেদের দলে খেলতে পারবেন স্পিনার নাথান লায়ন ও অ্যাশেজ জয়ের নায়ক ট্রাভিস হেড। এর কারণ, তারা আগে থেকেই নিজ নিজ দলে চুক্তিবদ্ধ ছিলেন। বিগ ব্যাশে খেলছেন টেস্ট দলে ফেরা ওসমান খাজাও।
আরও পড়ুন: আলোচনায় না থাকা খেলোয়াড়রাই বিপিএলের প্রথম ম্যাচের নায়ক
জেডআই/
Leave a reply