সাংবাদিকদের নিয়মিত নানা চ্যালেঞ্জের মুখে পড়তে হয়। রোদ-বৃষ্টি কিংবা ঝড়-বন্যা উপেক্ষা করেই তারা মানুষের কাছে সংবাদ পৌঁছে দেন। এ সব কিছু মাথায় রেখেই তারা পেশাটিকে বেছে নেন। সম্প্রতি লাইভ সম্প্রচার চলাকালে এক সাংবাদিকের গাড়ি দুর্ঘনার কবলে পড়ার চিত্র সেই চ্যালেঞ্জের কথাই মনে করিয়ে দেয়।
যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম হাফিংটন পোস্টের এক প্রতিবেদনে জানা গেছে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট ভার্জিনিয়ায় সংবাদের লাইভ সম্প্রচার চলাকালে এক সাংবাদিককে একটি গাড়ি এসে ধাক্কা দেয়। হান্টিংটনের এনবিসি অ্যাফিলিয়েট ডাব্লুএসএজেড চ্যানেলের টরি ইয়র্জি নামে ওই নারী সাংবাদিক উপস্থাপক টিম ইরের মাধ্যমে দর্শকদের আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে জানাচ্ছিলেন। এ সময় পেছন থেকে একটা গাড়ি এসে তাকে ধাক্কা দেয়। এতে তিনি নিচে পড়ে ক্যামেরার ফোকাসের বাইরে চলে যান।
Wow, this reporter gets hit by a car, and rebounds to finish the live shot! 😂 pic.twitter.com/dbwKt5N1xc
— Lee K. Howard ☀️ (@HowardWKYT) January 20, 2022
এর পরপরই উঠে ফের লাইভ শুরু করেন ওই নারী সাংবাদিক। তিনি বলেন, এইমাত্র আমাকে একটি গাড়ি ধাক্কা দিয়েছে। কিন্তু আমি ঠিক আছি। এরপর আবহাওয়া প্রতিবেদন নিয়ে পূর্ব নির্ধারিত বক্তব্য শেষ করেন তিনি।
জেডআই/
Leave a reply