যমুনা টেলিভিশনে সংবাদ প্রচারের পর নিজের একটি ঘর পেলেন মানিকগঞ্জের সংগ্রামী নারী খেয়া ঘাটের মাঝি চপলা রাণী। হরিরামপুর উপজেলার গোপিনাথপুর গ্রামের এই নারীকে নতুন ঘর করে দেন ভালোবাসার উদ্যোগ নামে একটি সংগঠন।
শুক্রবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় চপলা রাণীকে আনুষ্ঠানিকভাবে ঘরটি বুঝিয়ে দেয়া হয়। এসময় সংগঠনের সদস্য বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক অনুজ ভৌমিকসহ অন্যান্য সদস্য, যমুনা টেলিভিশনের সিনিয়র স্টাফ রিপোর্টার বি.এম খোরশেদ এবং স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অসহায় চপলা রাণী বাড়ির পাশের ইছামতি নদীতে ১৮ বছর ধরে নৌকা চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন। তার থাকার একমাত্র ঘরটিও ছিল জরাজীর্ণ। গত বছরের আগষ্ট মাসে যমুনা টেলিভিশনে তার সংগ্রামী জীবন নিয়ে প্রতিবেদন প্রচারের পর চপলার পাশে দাঁড়ান সংগঠনটি।
/এনএএস
Leave a reply