যমুনা টেলিভিশনের সাংবাদিকের ওপর হামলাকারীর রিমান্ডের আবেদন

|

নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চন ব্রিজ এলাকায় যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার আল আমিন হক অহনের ওপর হামলাকারী সেই সন্ত্রাসীর ৭ দিনের রিমান্ডের আবেদন করেছে পুলিশ। রোববার (২৩ জানুয়ারি) গ্রেফতারকৃত সেই সন্ত্রাসীর রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

এর আগে, শনিবার (২২ জানুয়ারি) বিকেলে বাণিজ্য মেলা থেকে খবর সংগ্রহ করে ফেরার পথে সন্ত্রাসীদের দ্বারা আক্রান্ত হন যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার আল আমিন হক অহন এবং ভিডিও জার্নালিস্ট আহসান।

আরও পড়ুন: যমুনা টেলিভিশনের সাংবাদিকের ওপর হামলাকারী সেই সন্ত্রাসী গ্রেফতার

হামলার শিকার হওয়া আল আমিন হক অহন জানান, রূপগঞ্জ ব্রিজের নিচে তীব্র যানজটের মধ্যে যমুনা টেলিভিশনের গাড়িতে হামলা করে ওই সন্ত্রাসী। প্রতিবাদ করলে আরও কয়েকজন সহযোগীকে ডেকে আনে মূল হামলাকারী। এ সময় ছবি ধারণ করার চেষ্টা করলে যমুনা টেলিভিশনের ভিডিও জার্নালিস্ট ও ক্যামেরার ওপর হামলা করে তারা।

এসব সন্ত্রাসীদের হামলায় সাংবাদিক আল আমিন হক অহন আহত হন। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরাও কয়েক দফায় যমুনা টেলিভিশনের সংবাদকর্মীদের ওপর বেপরোয়া হামলার কথা জানায়। ওইদিনই রাত ১১টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply