এবার রুশ অভিজাতদের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

|

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ ৭ ধনকুবের- ব্যবসায়ী এবং শীর্ষস্থানীয় ১৭ সরকারি কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট্র। শুক্রবার হোয়াইট হাউজ জানায় এ তথ্য।

বিবৃতিতে জানানো হয়, তালিকায় রয়েছেন পুতিনের জামাতা ও রাশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান ভিক্টর জুবকভ। যুক্তরাষ্ট্রের অভিযোগ, এসব ব্যক্তি বিশ্বব্যপী দুর্নীতিসহ জঘণ্য সব কার্যকলাপ চালাচ্ছে। এসব ধনকুবেরদের মালিকানাধীন ১২টি প্রতিষ্ঠান, রাষ্ট্রীয় অস্ত্র রফতানিকারক প্রতিষ্ঠান এবং একটি ব্যাংকও রয়েছে মার্কিন নিষেধাজ্ঞার তালিকায়। অভিযোগ করা হয় ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের সাথে কোন না কোনভাবে জড়িত ছিলেন এসব ব্যক্তি ও প্রতিষ্ঠান।

শুধু তাই নয় তারা পুতিন প্রশাসন থেকে অন্যায়ভাবে সুযোগ-সুবিধা আদায় করে নিচ্ছে বলেও দাবি ওয়াশিংটনের। গেলো মাসেই একই অভিযোগে ১৯ রুশ নাগরিকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ট্রাম্প প্রশাসন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply