কুমিল্লা ব্যুরো:
কুমিল্লায় র্যাবের পৃথক অভিযানে বিপুল পরিমাণ পাসপোর্ট, কাগজপত্র ও নগদ টাকাসহ ৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (২৩ জানুয়ারি) বিকালে র্যাব-১১, সিপিসি-২ এর উপপরিচালক মেজর সাকিব হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৪৪টি পাসপোর্ট, নগদ ১ লাখ ৫৭ হাজার ৫০০ টাকা ও ৭২৮টি পাসপোর্টের ব্যক্তিগত ডেলিভারি স্লিপ, মোবাইল ফোন, বিভিন্ন নথিপত্র উদ্ধারসহ ৯ জনকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত সকলেই পাসপোর্ট দালাল চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে বলে জানিয়েছে র্যাব।
আরও পড়ুন: কুষ্টিয়ায় ১৭টি অবৈধ ইটভাটাকে ভ্রাম্যমাণ আদালতের ৪৩ লক্ষ টাকা জরিমানা
জেডআই/
Leave a reply