টি-টোয়েন্টিতে আইসিসির বর্ষসেরা ক্রিকেটার রিজওয়ান

|

ছবি: সংগৃহীত।

টি-টোয়েন্টিতে ২০২১ সালটা স্বপ্নের মতো কেটেছে পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ানের। প্রথম ক্রিকেটার হিসেবে ছুঁয়েছেন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক বছরে হাজার রান করার রেকর্ড।

দুর্দান্ত এ পারফরমেন্সের স্বীকৃতিও পেয়েছেন রিজওয়ান। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি তাকে গত বছরের সেরা টি-টোয়েন্টি ক্রিকেটার হিসেবে ঘোষণা করেছে।

অবিশ্বাস্য ব্যাটিং ফর্মের বছর ২০২১ সালের শুরুর দিকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রিজওয়ান পেয়েছেন ক্যারিয়ারের প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরি। বছরের শেষ দিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলেন ৮৭ রানের এক ইনিংস খেলেন। টি-টোয়েন্টি বিশ্বকাপেও দুর্দান্ত ছিলেন তিনি। ভারতের সাথে খেলেছিলেন ম্যাচ জেতানো ৭৯ রানের একটি ইনিংস।

২০২১ সালে টি-টোয়েন্টিতে স্বপ্নের মতো এক বছর কাটিয়েছেন মোহাম্মদ রিজওয়ান। ২৯ ম্যাচে ৭৩.৬৬ গড়ে তুলেছেন ১৩২৬ রান। প্রথম ক্রিকেটার হিসেবে এক পঞ্জিকাবর্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৩৪.৮৯ স্ট্রাইকরেটে হাজারের ওপর রান করেছেন। যেখানে হাফ সেঞ্চুরি ছিল ১৩টি ও সেঞ্চুরি ১টি।

আরও পড়ুন: আমিরাতকে উড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ, লড়বে ভারতের বিপক্ষে

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply