যে মেসির সমালোচনা করে, সে ফুটবলের কিছুই বোঝে না বলে মন্তব্য করেছেন রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার করিম বেনজেমা। ফ্রান্সের এই ফরোয়ার্ড দেশটির সংবাদমাধ্যম তেলেফুত এর কাছে এ মন্তব্য করেন।
বেনজেমার কাছে প্রশ্ন করা হয়েছিল, মেসি ভিন্ন লিগে সফল হতে পারবেন কিনা; এমন প্রশ্নে বিস্মিত এ ফরোয়ার্ড। বললেন, ও কীভাবে সফল না হয়! মানিয়ে নেয়ার মতো সময় দরকার ওর।
বেনজেমা আরও বলেন, এমন এক খেলোয়াড়ের (মেসি) সমালোচনা করতেই পারেন না আপনি।
এ মৌসুমে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে গেছেন লিওনেল মেসি। তবে এ ফুটবলার প্রত্যাশার চেয়ে একটু বেশিই সময় নিচ্ছেন নতুন ক্লাব আর নতুন সতীর্থদের সঙ্গে গুছিয়ে নিতে। চোটও ভোগাচ্ছে তাকে। কিন্তু এরমধ্যেই অনেকের সমালোচনা শুনতে হচ্ছে ৩৪ বছর বয়সী এ আর্জেন্টাইন অধিনায়ককে।
এর আগে, লা লিগে করিম বেনজেমা এক যুগ মতো মেসিকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছেন।
Leave a reply