শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিন কেজির বেশি হেরোইনসহ আফ্রিকান এক নারীকে আটক করা হয়েছে। তিনি কাতার এয়ারওয়েজে করে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ থেকে ঢাকা এসেছেন।
রোববার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর তথ্যের ভিত্তিতে সমন্বিত তল্লাশি করে কাস্টমস কর্মকর্তারা। পরে সন্দেহভাজন বতসোয়ানার নাগরিক লোসেদি মোলাপিছি নামের একজন নারীকে আটক করে তল্লাশি করা হয়। এ সময় তার ব্যাগের মধ্যে ছোট ছোট পলিথিনে লুকানো তিন কেজি একশ গ্রামের বেশি হেরোইন পাওয়া যায়।
কর্মকর্তারা জানান- বিকেল থেকেই তথ্য ছিল, ঢাকায় বড় একটি কোকেনের চালান আসছে। পরে সন্ধ্যায় ওই নারীর সম্পর্কে ভালো করে জেনে তাকে শনাক্ত করা হয়।
তবে, আটকের পর ভাষা না বোঝায় এখনও তেমন কোনো তথ্য দেয়নি ওই নারী। রাতে তাৎক্ষণিকভাবে মাদকের নমুনা পরীক্ষার পর এগুলো হেরোইন বলে জানা গেছে। আটককৃত নারীকে বিমানবন্দর থানায় নিয়ে যাওয়া হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
জেডআই/
Leave a reply