কমোডের ফ্লাশের আওয়াজে ঘুম হারাম, মামলা করে ক্ষতিপূরণ পেলেন ৮ লক্ষ টাকা

|

ছবি: সংগৃহীত

খুব যত্ন করে ফ্ল্যাট সাজিয়েও লাভ হলো না৷ কারণ অবশ্যই প্রতিবেশী৷ পাশের ফ্ল্যাট বা বাড়ির বাসিন্দারা কোনো সমস্যা করলে যে কী কঠিন অবস্থা হয়, এই ঘটনা তারই উদাহরণ৷ ঝামেলা গড়ালো একেবারে আদালত পর্যন্ত৷

নিউজ১৮’র প্রতিবেদনে বলা হয়, চার ভাই মিলে দারুণ একটা ফ্ল্যাট বানিয়েছিলেন৷ সাজিয়েওছিলেন খুব সুন্দর ৷ কিন্তু গলদ থেকে গেল বাথরুমেই৷ প্রতিবেশীদের সাথে ঝামেলা একেবারে আদালত পর্যন্ত গড়ালো। যে দম্পতি পাশে থাকতেন, তাদের অভিযোগ ছিল, রাত্রিবেলায় যেভাবে কমোডের ফ্লাশের সাংঘাতিক আওয়াজ হতো, তা শুনে ঘুমোনোর কোনো সুযোগই নেই৷

আরও পড়ুন: প্রতিবেশীর কমোডের শব্দে অতিষ্ঠ হয়ে মামলা

প্রতিদিন এই একই সমস্যায় ভুগতেন তারা ৷ পাশের ফ্ল্যাটের কমোডের ফ্লাশের এরকম সাংঘাতিক আওয়াজ যে দু’চোখ এক করা সম্ভব ছিল না৷ প্রতিদিন রাতে এমনটা ঘটায় শেষমেষ আদালতের দ্বারস্থ হন ওই দম্পতি ৷ এই ফ্লাশের আওয়াজে তাদের ঘুমের সমস্যা হচ্ছে, এর জন্য ক্ষতিপূরণের দাবি করেন ওই দম্পতি৷

পরে ওই ফ্ল্যাটে গিয়েও দেখা যায়, দম্পতির অভিযোগই ঠিক। আদালতে মামলা হেরেই যান ওই চার ভাই। আদালত দম্পতির পক্ষেই রায় দেয়৷ ২০০৩ সালে ফ্ল্যাটটি কেনার পর দীর্ঘ ১৯ বছর ধরে এই সমস্যা নিয়ে চলতে হয়েছে দম্পতিকে৷ শেষপর্যন্ত আদালতে জিতলেন তারাই। ক্ষতিপূরণ হিসেবে পেলেন প্রায় ৮ লক্ষ টাকা ৷


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply