নড়াইলে অস্ত্র মামলায় একজনের যাবজ্জীবন

|

ফাইল ছবি

নড়াইলে অস্ত্র মামলায় যশোর জেলার অভয়নগর থানার ধুলগ্রামের পলাতক আসামি মো. নাছির শেখকে (৩০) যাবজ্জীবন কারাদণ্ডাদেশ ও অপর দুই আসামি মো. বায়েজিদ ও মফিজ সরদারকে বেকসুর খালাস প্রদান করেছে
আদালত।

সোমবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টার দিকে স্পেশাল ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ আদেশ দেন। সাজাপ্রাপ্ত নাছির শেখ ধুলগ্রামের মো. তছির শেখের ছেলে। রায় ঘোষণার সময় খালাস প্রাপ্ত আসামিরা উপস্থিত থাকলেও অপর আসামি অনুপস্থিত ছিল।

মামলার বিবরণে জানা যায়, ২০১৪ সালের ৩ ডিসেম্বর যশোর জেলা থেকে মোটরসাইকেল যোগে নড়াইলে আসার পথে নড়াইলের ভওয়াখালীর পাগলের বটতলার স্পীড বেকার এলাকার স্থানীয় লোকজনের সহায়তায় নাছির শেখের থেকে বিদেশী পিস্তল, একটি ম্যাগজিন ও ৭ রাউন্ড গুলিসহ তিনজনকে আটক করে জেলা গোয়েন্দা বিভাগের একটি দল।

এ ঘটনায় সদর থানায় মামলা দায়ের করা হয়। সাক্ষীদের সাক্ষ্য-প্রমাণ শেষে নাছির শেখকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেয়া হয়। এছাড়া জব্দকৃত আলামত বাজেয়াপ্ত করে জেলা পুলিশলাইন্সের অস্ত্রাগারে জমা দেয়ার জন্য বলা হয়েছে।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply