বাঁশখালীর বিদায়ী মেয়রকে হেনস্থার ঘটনায় গ্রেফতার ২

|

চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার বিদায়ী মেয়রকে মারধর ও হেনস্থার ঘটনায় মূল অভিযুক্ত দু’জনকে গ্রেফতার করেছে র‍্যাব ৭।

আটককৃতরা হলেন সিরাজ ও মিনারুল ইসলাম। কক্সবাজারের রামু এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় তাদের। র‍্যাবের দাবি, গত ১৮ জানুয়ারি বাঁশখালীতে এক বাসায় দাওয়াতে গেলে পৌরসভার বিদায়ী মেয়র এবং ৭৫ বছর বয়সী মুক্তিযোদ্ধা সেলিমুল হক চৌধুরীকে মারধর ও লাঞ্ছিত করে কয়েকজন দুর্বৃত্ত।

এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তোলপাড় সৃষ্টি হয়। পরে মেয়র সেলিম বাদী হয়ে বাঁশখালী থানায় মামলা করেন।

আটক দুজন ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে র‍্যাব।

পৌরসভা ভোটের দুদিনের মাথায় চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার সদ্য বিদায়ী মেয়র মুক্তিযোদ্ধা শেখ সেলিমুল হক চৌধুরীকে ঘরে ঢুকে মারধর করেছে একদল দুর্বৃত্ত।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply