টি-টোয়েন্টি ক্রিকেটে ইতিহাসের পঞ্চম বোলার হিসেবে ৪০০ উইকেটের মালিক হলেন সাকিব আল হাসান। বিপিএলের অষ্টম আসরের পঞ্চম ম্যাচে মিনিস্টার ঢাকার বিপক্ষে এই রেকর্ড গড়েন তিনি।
৩৯৯ উইকেট নিয়ে আজকের ম্যাচ শুরু করেছিলেন সাকিব। প্রথম ৩ ওভারে উইকেট পাননি। নিজের কোটার শেষ ওভারে বোলিংয়ে এসে প্রথম বলেই ছক্কা হজম করেন মাহমুদউল্লাহর কাছে। এর পরের বলেই ঢাকার অধিনায়ককে ফিরিয়ে দেন তিনি। হয়ে যায় সাকিবের ৪০০ উইকেট।
৪০০ উইকেট পেতে সাকিবের খেলতে হয়েছে ৩৪৭টি ইনিংস। যেখানে তার বোলিং গড় ২১.১৭ আর ইকোনমি রেট ৬.৮০। টি-টোয়েন্টি ক্যারিয়ারে সাকিব ইনিংসে মোট ২ বার পাঁচ উইকেট শিকার করেছেন। এর মধ্যে সিপিএলে সেই ঐতিহাসিক ৬ রানে ৬ উইকেটের বোলিং ফিগারও রয়েছে।
২০০৬ সালে বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ সাকিবেরও প্রথম। এরপর সাকিব বাংলাদেশ জাতীয় দল ছাড়াও খেলেছেন বিশ্বের বিভিন্ন দেশের ফ্রাঞ্চ্যাইজি টুর্নামেন্টে। খেলেছেন আইপিএল, বিগ ব্যাশ, সিপিএল, কাউন্টি ক্রিকেট, পিএসএলের মতো লিগে।
সাকিবের আগে স্বীকৃত টি-টোয়েন্টিতে ৪০০ উইকেটের দেখা পেয়েছেন মাত্র চারজন ক্রিকেটার। তারা হলেন— ক্যারিবিয়ান পেস অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো, দক্ষিণ আফ্রিকার লেগ স্পিনার ইমরান তাহির, ওয়েস্ট ইন্ডিজের স্পিনার সুনীল নারাইন ও আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খান।
টি-টোয়েন্টিতে ৪০০ উইকেটের মালিক যারা:
ডোয়াইন ব্রাভো ৫৫৪
ইমরান তাহির ৪৩৫
সুনীল নারাইন ৪২৫
রশিদ খান ৪২০
সাকিব আল হাসান ৪০০
জেডআই/
Leave a reply