সৌদি আরবে প্রতি ঘণ্টায় সাতটি করে বিবাহবিচ্ছেদ হচ্ছে। দেশটির পরিসংখ্যান বিষয়ক কর্তৃপক্ষের বরাত দিয়ে দুবাইভিত্তিক ইংরেজি সংবাদমাধ্যম গালফ নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
গালফ নিউজের প্রতিবেদনটিতে বলা হয়েছে, ২০২২ সালে প্রতি ১০টি বিয়ের বিপরীতে ৩টি করে বিবাহবিচ্ছেদের ঘটনা ঘটছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নথি থেকে জানা গেছে, ২০২০ সালের শেষ কয়েক মাসে দেশটিতে ৫৭ হাজার ৫শ’র বেশি বিচ্ছেদের ঘটনা ঘটেছে। ২০১৯ সালের তুলনায় ২০২০ সালে বিচ্ছেদের হার বেড়েছে ১২ দশমিক ৭ শতাংশ।
ওই নথিতে আরও বলা হয়েছে, সৌদি আরবে গত দশ বছরে বিশেষ করে ২০১১ সালের পর থেকে বিচ্ছেদের হার উল্লেখযোগ্য হারে বেড়ে গেছে। ২০১০ সালে দেশটিতে মাত্র ৯ হাজার ২৩৩টি বিচ্ছেদের ঘটনা ঘটেছিল।
কর্তৃপক্ষ আরও জানায়, ২০১১ সালে বিবাহবিচ্ছেদের প্রায় ৩৪ হাজার ঘটনা রেকর্ড করা হয়েছিল। গত দশ বছরে বিবাহবিচ্ছেদের সংখ্যা ৬০ শতাংশ বৃদ্ধি পায়।
Leave a reply