আইসিসির ২০২১ সালের পুরুষ বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের পুরস্কার জিতেছেন ইংল্যান্ডের অধিনায়ক জো রুট। দ্বিতীয় ইংলিশ ক্রিকেটার হিসেবে এই পুরস্কার জিতলেন তিনি।
এছাড়া ইতিহাসের মাত্র তৃতীয় ব্যাটার হিসেবে এক বছরে ১ হাজার ৭০০ রানের মাইলফলক স্পর্শ করেছেন রুট। মোহাম্মদ ইউসুফ ও স্যার ভিভ রিচার্ডসের পর এই রেকর্ড গড়েন তিনি। ২০২১ সালে টেস্টে ইংল্যান্ডের সময়টা ভালো না কাটলেও ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল ছিলেন তিনি। গত বছর ১৫ টেস্টে ৬১ গড়ে ইংলিশ অধিনায়ক সংগ্রহ করেন ১ হাজার ৭০৮ রান। যার মধ্যে ৬টি সেঞ্চুরি হাঁকিয়েছেন এই অধিনায়ক।
আরও পড়ুন: সাকিবকে হারিয়ে ওয়ানডের বর্ষসেরা বাবর আজম
শুধু ব্যাট নয়, বল হাতেও ২০২১ সালে আলো ছড়িয়েছেন রুট। স্পিনে নিয়েছেন ১৪টি উইকেট। সেই সাথে ভারতের বিপক্ষে টেস্ট ইতিহাসে সবচেয়ে কম রান দিয়ে ৫ ঊইকেট নেয়ার রেকর্ডও এ বছরই গড়েন জো রুট।
আরও পড়ুন: বর্ষসেরা ক্রিকেটারও পাকিস্তানের
Leave a reply