ভগ্নিপতি বিএনপি নেতার বক্তব্যের জেরে কারণ দর্শানো নোটিশ নৌকার প্রার্থীকে

|

আওয়ামী লীগ প্রার্থী মোহাম্মদ জাকারুল হক।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিবেদন:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশীদকে জড়িয়ে নির্বাচনী সভায় ভগ্নিপতির দেওয়া বক্তব্যের জেরে কারণ দর্শানো নোটিশ দেয়া হয়েছে আওয়ামী লীগ প্রার্থী মোহাম্মদ জাকারুল হককে। তিনি নবীনগর উপজেলা বিদ্যাকূট ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

শনিবার (২২ জানুয়ারি) জাকারুল হককে কারণ দর্শানো নোটিশ দেন নবীনগর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও বিদ্যাকূট ইউপি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আজগর আলী। নোটিশটি রোববার জাকারুলের হাতে পৌঁছায়।

জাকারুলকে রিটার্নিং কর্মকর্তার দেয়া কারণ দর্শানো নোটিশে বলা হয়, তার একজন সমর্থক নির্বাচনী প্রচারণার সময় উস্কানিমূলক বক্তব্য দেন এবং আরেক সমর্থক থানার অফিসার ইনচার্জকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। সমর্থকের এমন উস্কানিমূলক বক্তব্য বা বিবৃতি ইউনিয়ন পরিষদ (নির্বাচনী আচরণ) বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন। আচরণবিধি লঙ্ঘনের দায়ে অভিযুক্ত করে কেনো জাকারুলের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে না, তা নোটিশ প্রাপ্তির ১২ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর জন্য বলা হয়েছে।

এর আগে শুক্রবার (২১ জানুয়ারি) রাতে ওসি আমিনুর রশীদ নৌকার জন্য ভোট চেয়েছেন উল্লেখ করে জাকারুলের নির্বাচনী প্রচারণা সভায় বক্তব্য দেন তার ভগ্নিপতি ও নবীনগর উপজেলা বিএনপির সাবেক সহ-পরিবার পরিকল্পনা বিষয় সম্পাদক মোহাম্মদ আবদুল আউয়াল।

বক্তব্যে সভায় আগতদের উদ্দেশ্য করে আউয়াল বলেন, আমাদের সুযোগ্য অফিসার ইনচার্জ আমিনুর রশীদ সাহেব কিছুদিন আগে আমাদের স্কুলের কেন্দ্র পরিদর্শনে এসেছিলেন। ওনি আপনাদের কাছে ভোট চেয়েছেন, সেটা আপনারা আমাকে বলেছেন। ওনি ভোট চাওয়ার পরে তো আর কারো এখানে ভোট চাওয়ার সুযোগ নেই।

আরও পড়ুন: বাঁশখালীর বিদায়ী মেয়রকে হেনস্থার ঘটনায় গ্রেফতার ২

আউয়ালের বক্তব্যের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হয়। যদিও তার দাবি, বক্তব্যের সামনে এবং পেছনের অংশ কেটে ফেসবুকে ছড়ানো হয়েছে। নোটিশের বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ জাকারুল হক বলেন, নোটিশ পাওয়ার পর আমি জবাব দিয়েছি। জবাব দেয়ার বিষয়টি নিশ্চিত করেন নবীনগর উপজেলা নির্বাচন কর্মকর্তা আজগর আলীও।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply