বিপিএলে প্রথমবারের মত কনকাশন সাব দেখলো ক্রিকেটপ্রেমীরা। আজ (২৪ জানুয়ারি) চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে খুলনা টাইগার্সের ওপেনার আন্দ্রে ফ্লেচারের কনকাশন সাব হিসেবে মাঠে নামেন জিম্বাবুয়ের ক্রিকেটার সিকান্দার রাজা।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের দেয়া ১৯১ রানের লক্ষ্যে ব্যাট করতে নামেন উইন্ডিজের হার্ড হিটার আন্দ্রে ফ্লেচার। ১২ বলে ১৬ রান করার পর রেজাউর রহমান রাজার একটি শর্ট বল পুল করতে গিয়ে ঘাড়ে ও মাথার মাঝামাঝি অংশে আঘাত লাগে ফ্লেচারের। সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়েন ক্যারিবিয় এই ব্যাটার। এরপর স্ট্রেচারে করে তাকে নিয়ে যাওয়া হয় মাঠের বাইরে। সেখানে ফ্লেচারকে দেয়া হয় প্রাথমিক চিকিৎসা। বেশ খানিকক্ষণ মাঠে শুয়েছিলেন ফ্লেচার। অবস্থার উন্নতি না হওয়াতে স্ট্রেচারে করে এই ক্যারিবিয় ব্যাটারকে নিয়ে যাওয়া হয় ড্রেসিংরুম এবং সেখান থেকে হাসপাতালে।
খুলনা টাইগার্সের ম্যানেজার নাফিস ইকবাল গণমাধ্যমকে জানিয়েছেন যে, ফ্লেচার বর্তমানে বিপদমুক্ত। তবে সতর্কতার অংশ হিসেবে পরীক্ষা-নিরীক্ষার জন্য তাকে হাসপাতালে নেয়া হয়েছে।
আরও পড়ুন: চট্টগ্রামের পাহাড় টপকাতে পারলো না খুলনা
আন্দ্রে ফ্লেচারের কনকাশন সাব হিসেবে ব্যাট কর্তে নামেন জিম্বাবুয়ের অলরাউন্ডার সিকান্দার রাজা। ১২ বলে ১টি চার ও দুটি ছয়ের সাহায্যে ২২ রান করেন বিপিএলে প্রথমবারের মতো কনকাশন সাব হিসেবে খেলা রাজা।
আরও পড়ুন: জয়ের কৃতিত্ব বোলারদের, হারের কারণ ব্যাটিং ব্যর্থতা
Leave a reply