মারা গেছেন আরতুক বে খ্যাত আইবেক প্যাকচান

|

ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন আরতুক বে খ্যাত এ অভিনেতা।

বিশ্ব কাঁপানো ও জনপ্রিয় তুর্কি টিভি সিরিজ দিরিলিস আরতুগ্রুল সিরিজের নায়ক আরতুগ্রুলের সবচেয়ে বিশ্বস্ত সহচর আরতুক বে আর নেই। পর্দায় তুমুল জনপ্রিয় আরতুক বে এর প্রকৃত নাম আইবেক প্যাকচান (৫১)।

সোমবার (২৪ জানুয়ারি) ক্যান্সারে আক্রান্ত আইবেক প্যাকচান মৃত্যুবরণ করেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে ডেইলি সাবাহ। তার মৃত্যুতে বিশ্বজুড়ে শোকাহত জনপ্রিয় এ সিরিজের ফ্যানবেজ। আরতুগ্রুলের সবচেয়ে বিশ্বস্ত সহচর আরতুক বে-এর মৃত্যুতে বাংলাদেশের অনেকেই ফেসবুকে এ শোক প্রকাশ করছেন। 

ডেইলি সাবাহর প্রতিবেদনে বলা হয়, প্যাকচানের জন্ম ১৯৭০ সালে। তিনি তুরস্কের মারসিন বিশ্ববিদ্যালয়ের থিয়েটার বিভাগের গ্রাজুয়েট। পরবর্তীতে শোবিজে নিয়মিত হন এ অভিনেতা।

সম্প্রতি, তুর্কি চলচ্চিত্র ও টিভি সিরিজের একটি দর্শকশ্রেণি গড়ে ওঠেছে বিশ্বব্যাপী। আছে বিভিন্ন ফ্যানবেজও। এরমধ্যে উসমানীয় সাম্রাজ্যের উত্থানের সত্য কাহিনি অবলম্বনে নির্মিত সিরিজ দিরিলিস আরতুগ্রুল এর দর্শক সবচেয়ে বেশি। বাংলাদেশের একটি প্রজন্ম রীতিমতো কাঁপছে দিরিলিস জ্বরে। 

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply