বুরকিনা ফাসোর সরকার উৎখাতে জাতিসংঘের নিন্দা

|

বুরকিনা ফাসোয় সরকার উৎখাত ও সেনা বাহিনীর ক্ষমতা দখলের ঘটনায় নিন্দা জানিয়েছে জাতিসংঘ। সোমবার (২৪ জানুয়ারি) মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের পক্ষে এক বিবৃতিতে অস্ত্র জমা দেয়ার আহ্বান জানানো হয় দেশটির সেনাবাহিনীকে।

দেশটির ক্ষমতা দখলে নেয়ার দাবি করে টেলিভিশনে বিবৃতি দেয় সেনাবাহিনী। লেফটেন্যান্ট কর্নেল পল হেনরি দামিবার স্বাক্ষর করা ঘোষণা পড়ে শোনান এক কর্মকর্তা। ঘোষণায় বলা হয়, সহিংসতা ছাড়াই ক্ষমতা গ্রহণ করেছে সেনাবাহিনী। ভেঙে দেয়া হয়েছে সরকার ও জাতীয় পরিষদ।

এর আগে আটক করা হয় প্রেসিডেন্ট রোচ মার্ক ক্রিস্টিয়ান কাবোরেকে। আটককৃতরা নিরাপদে আছেন বলেও দাবি করা হয় বিবৃতিতে। সেনাবাহিনীর ঘোষণার পরই রাস্তায় নেমে আসে মানুষ। রাতভর চলে উল্লাস। বুরকিনা ফাসোয় সরকার সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। প্রেসিডেন্টের অবস্থান ও নিরাপত্তা নিয়ে উদ্বেগও জানিয়েছেন মহাসচিব।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply