পদ্মভূষণ পুরস্কার প্রত্যাখ্যান করলেন বুদ্ধদেব ভট্টাচার্য

|

বুদ্ধদেব ভট্টাচার্য। ছবি: সংগৃহীত

ভারতের মর্যাদাপূর্ণ পদ্মভূষণ পুরস্কার প্রত্যাখ্যান করলেন বুদ্ধদেব ভট্টাচার্য। মঙ্গলবার (২৫ জানুয়ারি) রাতে তার পারিবারিক সূত্রে জানা যায়, বুদ্ধদেব শারীরিকভাবে অশক্ত হলেও সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে তিনি আগের মতোই দৃঢ়চেতা এবং সবল রয়েছেন। সে ভাবেই তিনি সিদ্ধান্ত নিয়েছেন পদ্মভূষণ পুরস্কার ফিরিয়ে দেয়ার। খবর আনন্দবাজার পত্রিকার।

রাতে বুদ্ধদেব ভট্টাচার্য নিজেও বিবৃতি দিয়ে জানান, পদ্মভূষণ পুরস্কার নিয়ে আমি কিছুই জানি না। আমাকে এ নিয়ে কেউ কিছু বলেনি। যদি আমাকে পদ্মভূষণ পুরস্কার দিয়ে থাকে, তা হলে আমি তা প্রত্যাখ্যান করছি।

প্রসঙ্গত, বুদ্ধদেবকে এই সম্মান দেয়া হয়েছিল সামাজিক ক্ষেত্রে তার অবদানের স্বীকৃতি স্বরূপ। কেন্দ্রীয় সরকারের তরফে তেমনটিই বলা হয়। বস্তুত, কেন্দ্রীয় সরকার পদ্মভূষণ পুরস্কারে কারও নাম ঘোষণা করার আগে সংশ্লিষ্ট ব্যক্তিত্বের সম্মতি নেয়া হয়। সেভাবেই বুদ্ধদেবের বাড়িতেও ফোন করা হয়েছিল বলে জানা গেছে। তার বাড়িতে ল্যান্ডফোনে একটি কল আসে এবং জানানো হয়, বুদ্ধদেব পদ্মভূষণ পাচ্ছেন। তার পরেই ফোন কেটে যায়। তাই বুদ্ধদেবের সম্মতিও নেয়া হয়নি বলেই জানা গেছে।

আরও পড়ুন: পদ্মশ্রী পুরস্কার প্রত্যাখ্যান করলেন সন্ধ্যা মুখোপাধ্যায়


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply