নীলফামারীতে ট্রেনের ধাক্কায় ব্যাটারিচালিত ইজিবাইকের ৪ যাত্রী নিহত হয়েছেন, আহত অন্তত ৬ জন। অরক্ষিত ক্রসিংয়ে গেটম্যান না থাকা এবং ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বুধবার (২৬ জানুয়ারি) সকালে সদরের দারোয়ানী স্টেশন সংলগ্ন রেলক্রসিংয়ে এই ঘটনা ঘটে। এ সময় খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটীগামী সীমান্ত এক্সপ্রেস নীলফামারী সদরের দারোয়ানী স্টেশনের কাছে পৌঁছায় সকাল ৭টার দিকে। এসময় অরক্ষিত লেভেলক্রসিংয়ে ব্যাটারিচালিত ইজিবাইক উঠে পড়লে তাকে ধাক্কা দেয় ট্রেন।
আরও পড়ুন: বাসে ভয়াবহ ডাকাতির শিকার সরকারি চিকিৎসক, মামলা নেয়নি কোনো থানা
এ ঘটনায় ঘটনাস্থলেই মারা যান সেফালী বেগম নামের অটোরিকশার একজন আরোহী। হাসপাতালে নেয়া হলে মারা যান আরও ৩ জন। নিহতরা সবাই উত্তরা ইপিজেডের শ্রমিক। তাদের পরিচয় পাওয়া গেছে।
আহতদের নীলফামালী সদর হাসপাতাল ও রংপুর মেডিকেলে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
এসজেড/
Leave a reply