ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহে ট্রাক চাপায় মহিদুল ইসলাম (৫৫) নামে এক কলেজ শিক্ষক নিহত হয়েছেন।
বুধবার বেলা ১১টার দিকে কালীগঞ্জ-ডাকবাংলা সড়কের মাধবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মহিদুল ইসলাম আলহাজ্ব মশিউর রহমান ডিগ্রি কলেজের সমাজ কল্যাণ বিভাগের প্রভাষক ছিলেন।
ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, বুধবার দুপুরে মোটরসাইকেলযোগে মহিদুল ইসলাম ওই এলাকার চুলকানির বাজার থেকে গান্না বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মাধববপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা (ঝিনাইদহ ট-১১-১০২৯) নং ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে নিহতের মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ইউএইচ/
Leave a reply