ইরাকে স্পিকারের বাড়ি লক্ষ্য করে রকেট হামলা, আহত দুই শিশু

|

ছবি: সংগৃহীত।

ইরাকের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ আল হালবুসির বাড়ি লক্ষ্য করে তিন দফায় রকেট হামলা চালানো হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার (২৫ জানুয়ারি) রাতে হালবুসির বাড়ি থেকে মাত্র ৫০০ মিটার দূরত্বে তিনটি কাতিউশা রকেট এসে পড়ে। এ ঘটনায় দুই শিশু আহত হয়েছে। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন।

দেশটির নিরাপত্তা বাহিনী বিষয়টি নিশ্চিত করেছে। ইরাকের প্রেসিডেন্ট বারহাম সালিহও এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। দেশটির শীর্ষ আদালত হালবুসিকে পুনরায় স্পিকার নির্বাচিত করে আনুষ্ঠানিক ঘোষণা দেয়ার কয়েক ঘণ্টা পরই এ হামলা চালানো হয়। তবে হামলার সময় তিনি বাড়িতে ছিলেন কি না তা জানা যায়নি।

আরও পড়ুন: সাংবাদিককে অকথ্য ভাষায় গালি দেয়ার ঘটনায় বাইডেনের দুঃখপ্রকাশ

৪১ বছর বয়সী হালবুসি একজন সুন্নি রাজনীতিবিদ। ২০১৮ সাল থেকে ইরাকের পার্লামেন্ট স্পিকার হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। সম্প্রতি আবারও তাকে স্পিকার হিসেবে ঘোষণা দেয়া হয়।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply