ইসি নিয়োগ আইন সংসদে পাসের জন্য উত্থাপন হচ্ছে বৃহস্পতিবার

|

প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগ আইন জাতীয় সংসদে পাসের জন্য উত্থাপন হতে যাচ্ছে বৃহস্পতিবার। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক জাতীয় সংসদ অধিবেশনে আইনটি পাসের জন্য প্রস্তাব করবেন। জাতীয় সংসদের ২৭ জানুয়ারির কার্যসূচিতে এ তথ্য জানানো হয়েছে।

কার্যসূচিতে জানানো হয়েছে, সংবিধানের ১১৮(১) অনুচ্ছেদ অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগের জন্য বিধান প্রণয়নকল্পে আনীত ‘নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগ বিল, ২০২২’ পাসের প্রস্তাব করবেন আইনমন্ত্রী।

উল্লেখ্য, গত রোববার (২৩ জানুয়ারি) ‘প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগ বিল, ২০২২’ সংসদে উত্থাপন করেন আইনমন্ত্রী আনিসুল হক। পরে বিলটি যাচাই-বাছাইয়ের জন্য সংসদীয় কমিটিতে পাঠানো হয়। আইনের খসড়ায় প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগে দুটি পরিবর্তনের সুপারিশ করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি বুধবার (২৬ জানুয়ারি) সংসদে রিপোর্ট উপস্থাপন করে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply