জামিন পেলো গ্রেফতারকৃত শাবিপ্রবির সাবেক ৫ শিক্ষার্থী

|

ছবি: সংগৃহীত

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্যের পদত্যাগের দাবিতে একদফা আন্দোলনে সম্পৃক্ত থাকার দায়ে গ্রেফতার করা সাবেক পাঁচ শিক্ষার্থীকে জামিন দিয়েছে সিলেটের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২। বিচারক সুমন ভুইয়া বুধবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় শুনানি শেষে এ রায় দেন।

জামিন পাওয়া শিক্ষার্থীরা হলেন, টাঙ্গাইল জেলার হাবিবুর রহমান খান, বগুড়ার রেজা নুর মুইন, খুলনার এ এফ এম নাজমুল সাকিব, ঢাকা মিরপুরের একেএম মারুফ হোসেন ও কুমিল্লার ফয়সাল আহমেদ। এদের মধ্যে এ এফ এম নাজমুল সাকিব করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন।

প্রসঙ্গত, আন্দোলনে অর্থ সহায়তা দেয়ার অভিযোগ করা হয়েছিল শাবিপ্রবির এই ৫ প্রাক্তন শিক্ষার্থীর বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) রাজধানী থেকে তাদেরকে আটক করেছিল। এরপর ওইদিনই তাদের সিলেটে পুলিশের কাছে হস্তান্তর করে সিআইডি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply