দেশে করোনা শনাক্ত বেড়ে যাওয়ায় বিভিন্ন চাকরির নিয়োগ পরীক্ষায় আসতে চলেছে খড়া। জানা গেছে, বিসিএসসহ অন্তত সাতটি নিয়োগ পরীক্ষা স্থগিত হওয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বুধবার (২৬ জানুয়ারি) বিকেলে ৪০তম বিসিএসের মৌখিক পরীক্ষা স্থগিতের বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ৩০ জানুয়ারি শুরু হওয়ার কথা ছিল ৪০তম বিসিএসের মৌখিক পরীক্ষা।
এছাড়া ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত পাঁচটি ব্যাংকের অফিসার (ক্যাশ) পদের এমসিকিউ পরীক্ষাও স্থগিত করা হয়েছে। ৪ ফেব্রুয়ারি সকাল ১০টায় দশম গ্রেডের ১ হাজার ৪৩৯টি পদের এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। বুধবার বাংলাদেশ ব্যাংক অনিবার্য কারণে পরীক্ষা স্থগিতের বিজ্ঞপ্তি প্রকাশ করে।
মৎস্য অধিদপ্তর, ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন (এসএমইএফ), কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড (সিপিজিসিবিএল), বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) নিয়োগ পরীক্ষাও স্থগিতের বিজ্ঞপ্তি এসেছে।
Leave a reply