সাদাকালো ফিল্মের যুগ শেষ হতে চললো। বিশ্বখ্যাত ফুজি ফিল্ম সাদাকালো ফিল্ম ও ফটোগ্রাফিক প্রিন্টিং পেপার উৎপাদন বন্ধের ঘোষণা দিয়েছে। এই বছরের অক্টোবরের মধ্যে সাদাকালো ফিল্মের সরবরাহ বন্ধ হয়ে যাবে। আর ২০২০ সালের মার্চের মধ্যে সাদাকালো প্রিন্টিং পেপার আর বাজারে থাকবে না।
অথচ একসময় এই ফটোগ্রাফিক ফিল্ম ও প্রিন্টিং পেপারই ছিল ফুজি ফিল্মের মূল ব্যবসা। ১৯৩৪ সালে তারা সাদাকালো প্রিন্টিং পেপার এবং ১৯৩৬ সালে ফিল্ম বিক্রি শুরু করে।
কিন্তু সময়ের সাথে প্রযুক্তির উৎকর্ষতা বৃদ্ধি পেয়েছে। নানা ধরনের ডিজিটাল ক্যামেরার আবির্ভাব ও প্রসারের সাথে সাথে সাদাকালো ফিল্ম ও প্রিন্টিং পেপারের বাজার পড়তে থাকে। ফলে, সাদাকালো ফিল্ম ও প্রিন্টিং পেপারকে বিদায় জানালো ফুজি ফিল্ম। অবসান ঘটতে যাচ্ছে স্মৃতিময় একটি যুগের।
যমুনা অনলাইন: টিএফ
Leave a reply