৫ ম্যাচ সিরিজের ৩য় টি-টোয়েন্টিতে হাই স্কোরিং ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ২০ রানের জয় পেয়ে ২-১ ব্যবধানে এগিয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবিয়ানদের দেয়া ২২৫ রানের টার্গেটে ২০৪ রানে থামে ইংলিশদের ইনিংস।
টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি উইন্ডিজের। ৪৮ রানের মধ্যেই দুই টপ অর্ডারকে হারায় তারা। তবে তৃতীয় উইকেট জুটিতে মাঠে ঝড় তোলেন নিকোলাস পুরান ও রভম্যান পাওয়েল। ৬৬ বলে তাদের ১২২ রানের জুটিতে রানের পাহাড় গড়া নিশ্চিত করে দুই ব্যাটার। পুরান ৭০ রানে ফিরলে ভাঙে এই জুটি। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করা রভম্যানের ব্যাট থেকে আসে ঝড়ো ১০৭ রান। ৪টি চার ও ১০ ছক্কায় তার ৫৩ বলের টর্নেডোর ঝাপটা থেকে আদিল রশিদ ছাড়া রেহাই পাননি কোনো ইংলিশ ব্যাটার। সে সুবাদে ২২৪ রানের বড় সংগ্রহ পায় ক্যারিবিয়রা।
জবাবে ভালোই শুরু করেছিলেন জেসন রয় ও টম ব্যান্টন। তবে ইনিংসের প্রথম ধাপে টম ব্যান্টনের ৩৯ বলে ৭৩ রান আর শেষ ধাপে ফিল সল্টের ২৪ বলে ৫৭ রানের পরও ২০৪ রানে থামে ইংল্যান্ডের ইনিংস।
Leave a reply