বিশ্বকাপ বাছাইয়ে ল্যাটিন আমেরিকা পর্বের ম্যাচে শুক্রবার (২৮ জানুয়ারি) ভোর ৬টা ১৫ মিনিটে চিলির বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। এর আগে ৫টায় মুখোমুখি হবে উরুগুয়ে ও প্যারাগুয়ে।
মেসিকে ছাড়াই ম্যাচটি খেলবে আর্জেন্টিনা। ১৩ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে দলটি। বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে শেষ ১৩ ম্যাচ অপরাজিত থাকার মধ্যে ৮টি জয় ও ৫টি ড্র করা দলটি লিওনেল স্কালোনির দল এরইমধ্যে নিশ্চিত করেছে কাতার বিশ্বকাপের টিকেট।
আরও পড়ুন: রাতে ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল
প্রতিপক্ষ চিলি ১ ম্যাচ বেশি খেলে ১৬ পয়েন্ট নিয়ে আছে টেবিলের ছয় নাম্বারে। মেসির না থাকাকে বড় সুযোগ হিসেবে নিচ্ছে চিলি। বিশ্বকাপ বাছাইপর্ব উতরাতে এই সুযোগ কাজে লাগাতে চায় তারা।
Leave a reply