চট্টগ্রামে মানসিক বিকারগ্রস্ত এক সিরিয়াল ধর্ষণকারীকে গ্রেফতার করেছে র্যাব ৭। মূলত অ্যাসিড নিক্ষেপের ভয় দেখিয়ে শিশুদের ধর্ষণ করতো সে। এমন একটি মামলায় যাবজ্জীবন সাজাও হয় তার। সেই সাজা ঘোষণার পর ৫ বছর পালিয়ে থেকে এবার র্যাবের হাতে ধরা পড়লেেন উত্তম নামের ওই ধর্ষণকারী।
অ্যাসিডে ঝলসে দেওয়ার ভয় দেখিয়ে ১০ বছরের এক শিশুকে ধর্ষণ মামলায় উত্তম তালুকদারের যাবজ্জীবন সাজা হয়। সাজা থেকে বাঁচতে দীর্ঘ পাঁচ বছর পালিয়ে বেড়ালেও শেষ রক্ষা হয়নি তার। র্যাব ৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ জানান, গতকাল চট্টগ্রাম নগরীর পাহাড়তলী রেলওয়ে কলোনি থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যা জানায়, ভয় দেখিয়ে আসামি ওই শিশুকে ২০ থেকে ৩০ বার ধর্ষণ করে। এছাড়া প্রাথমিক জিজ্ঞেসাবাদে আরও কয়েকজনকে ধর্ষণের কথাও র্যাবের কাছে স্বীকার করেছে উত্তম। ২০১৬ সালের ২ অক্টোবর ১০ বছরের ওই শিশুকে ধর্ষণের অভিযোগে চট্টগ্রামের রাউজান থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয় তার বিরুদ্ধে।
/এডব্লিউ
Leave a reply