আজ বিকেলে শুরু হচ্ছে দশম জাতীয় সংসদের ২০তম অধিবেশন। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গত ২১ মার্চ এ অধিবেশনের আহবান করেন।
সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংসদের এবারের অধিবেশন সংক্ষিপ্ত হতে পারে। ৫ থেকে ৭ দিন মেয়াদের এই অধিবেশনে কয়েকটি বিল পাশের সম্ভাবনা রয়েছে। এছাড়া স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের অগ্রযাত্রায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে প্রস্তাব ও এর ওপর আলোচনার সম্ভাবনাও রয়েছে। তার আগে বিকেল ৪টায় স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের কার্য-উপদেষ্টা কমিটির সভা অনুষ্ঠিত হবে।
Leave a reply