চাদরের নিচ থেকে ভোটারদের ২ হাজার করে টাকা দিয়েছেন জায়েদ: নিপুন (ভিডিও)

|

ব্যারিকেড ভেঙে ভোটারদের সাথে দেখা করে চাদরের নিচ থেকে টাকা বের করে দিয়েছেন জায়েদ খানরা। ইলিয়াস-কাঞ্চন প্যানেলের পক্ষ থেকে এমন বিস্ফোরক অভিযোগ করলেন নায়িকা নিপুন। তিনি বললেন, এ বিষয়টি ইতোমধ্যে একবার নির্বাচন কমিশনারকে অবগত করা হয়েছে। কিন্তু তাতেও কোনো কাজ হয়নি। এবার আবারও তিনি নির্বাচন কমিশনারকে লিখিতভাবে অভিযোগ জানাবেন বলে হুঁশিয়ারি দিলেন। বললেন, এখন অভিযোগ করলে উনার প্রার্থিতা বাতিল হয়ে যাবে।

নিপুন বললেন, এত দুই নাম্বারি ভালো না। তার অভিযোগ, প্রতিজনতে দুই হাজার করে টাকা দেয়া হয়েছে।

ইতোমধ্যে নিপুন নিজের ভোট দিয়েছেন। নিজেই নিজেকে ভোট দিয়েছেন, তিনি বললেন, নিজেই নিজেকে ভোট দেয়ার কারণ, প্যানেলকে এগিয়ে নিতে চান তিনি।

জয়ের ব্যাপারে আশাবাদী নিপুন। ‘যদি হেরে যায়’ এমন প্রশ্নের জবাবে বললেন, হেরে গেলেও জয়ীদের সাথে একসাথে কাজ করবো।

প্রসঙ্গত, ২১ সদস্যের কমিটির এই নির্বাচনে দুটি প্যানেল এবং দুজন স্বতন্ত্র প্রার্থীসহ ৪৪ জন চলচ্চিত্র শিল্পী প্রতিদ্বন্দ্বিতা করছেন। গতবারের বিজয়ী সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খান এবারও একসঙ্গে প্যানেল দিয়েছেন। তাদের বিপরীতে নতুন প্যানেলে এবার লড়ছেন ইলিয়াস কাঞ্চন ও নিপুণ। চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন পীরজাদা হারুন। ২০২২-২০২৪ মেয়াদি এই নির্বাচনে মোট ভোটার ৪২৮ জন।

ভিডিওটি দেখুন এখানে।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply