ওমিক্রনের সাব ভ্যারিয়েন্ট ‘বি এ-টু’র প্রকোপে ভারতে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) এ আশঙ্কার কথা জানায় দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
জাতীয় রোগ নিয়ন্ত্রক সংস্থার পরিচালক ডক্টর এস কে সিং জানান, ভারতে ওমিক্রনের দুটি সাব ভ্যারিয়েন্টের সন্ধান পাওয়া গেছে। সম্প্রতি, বি এ-টু প্রভাব বিস্তার করছে লোকালয়ে। এই ভ্যারিয়েন্টটি প্রথম শনাক্ত হয় ডেনমার্কে।
সেখানকার স্বাস্থ্যবিদরা জানান, এটি অনেক বেশি ছোঁয়াচে। উপসর্গ ততোটা জোরালো না হলেও, বাতাসের গতিতে এটি বিস্তার ঘটাতে সক্ষম। ভারতে বৃহস্পতিবারই সংক্রমণ হার ১৬ থেকে ২০ শতাংশে উন্নীত হয়েছে। দেশটিতে গেলো এক সপ্তাহে গড়ে দু’লাখের বেশি মানুষের শরীরে মিলেছে করোনা। আর এ পরিস্থিতিতেই, রাজধানী নয়াদিল্লিসহ বিভিন্ন রাজ্য তুলে নিচ্ছে বিধিনিষেধ। বাতিল করছে রাত্রিকালীন কারফিউ।
আরও পড়ুন: সহসাই শেষ হচ্ছে না করোনা মহামারি: ড. ফাউচি
ভারতে গত ২৪ ঘণ্টায় ২ লাখ ৫১ হাজার ২০৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এদিন ৬২৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ২৪ ঘণ্টায় সংক্রমণের হার ১৫ দশমিক ৮৮ শতাংশ। যা গতকালের চেয়ে ১২.৩ শতাংশ কম।
আরও পড়ুন: ভারতে একদিনে করোনা শনাক্ত ২ লাখ ৫১ হাজার
Leave a reply