নিরাপত্তা বাহিনীর দমনপীড়নের বিরুদ্ধে আবারও বিক্ষোভে উত্তাল আফ্রিকার দেশ সুদান। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) রাজধানী খার্তুমের সড়কে নেমে আসেন হাজারো বাসিন্দা।
এদিন সেনাশাসন বিরোধী স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা। আলোচনার মাধ্যমে জনগণের সাথে সমঝোতার দাবিও জানান তারা। এ সময় পুলিশি বাধার মুখে পড়েন বিক্ষোভকারীরা। তাদেরকে ছত্রভঙ্গ করতে গুলি ও টিয়ার শেল নিক্ষেপ করে নিরাপত্তা বাহিনী। তবে ঘটেনি কোনো হতাহতের ঘটনা।
এর আগে, গেলো বুধবার চলমান সংকট সমাধানে সেনাসদস্যদের সাথে জাতিসংঘের আলোচনার প্রতিবাদ জানান বিক্ষোভকারীরা। দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপের বিরোধীতা করেন তারা।
আরও পড়ুন: বেলুচিস্তানে সন্ত্রাসী হামলায় ১০ সেনা নিহত
প্রসঙ্গত, গেলো বছর ২৫ অক্টোবর সুদানের ক্ষমতা দখল করে সেনাবাহিনী। তখন থেকেই পূর্ণ গণতান্ত্রিক সরকারের দাবিতে চলছে আন্দোলন। চলমান আন্দোলনে জান্তা বাহিনীর দমনপীড়নে প্রাণ হারিয়েছেন ৭৬ জন।
Leave a reply