করোনাভাইরাস প্রতিরোধে গাজীপুরকে রেড জোন হিসেবে ঘোষণা করা হলেও স্বাস্থ্যবিধি অনেকটাই উপেক্ষিত হচ্ছে জেলার বিভিন্ন প্রান্তে। বিশেষ করে মহাসড়কে চলাচলকারী যাত্রী এবং হাটবাজারের ক্রেতা-বিক্রেতারা মানছেন না স্বাস্থ্যবিধি। সাধারণ মানুষ নিজ উদ্যোগে স্বাস্থ্যবিধি মেনে চললে এবং সামাজিক দুরত্ব বজায় রাখতে পারলেই গাজীপুরে করোনা সংক্রমণের হার কমবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
স্বাস্থ্য বিধি মানার ব্যাপারে বাজার কমিটির পক্ষ থেকে সচেতনতামূলক নানা উদ্যোগ নেয়া হচ্ছে। সেই সাথে জনসমাগম কমানোর পাশাপাশি জনসাধারণকে স্বাস্থ্যবিধি মেনে চলাচলের জন্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনাসহ নানা ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন।
প্রসঙ্গত, গাজীপুরে প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা। এপযর্ন্ত জেলায় মোট আক্রান্তের সংখ্যা ২৬ হাজার ৬৬৯ জন। মোট মৃত্যু হয়েছে ৫০৮ জনের এবং মোট সুস্থ্য হয়েছেন ২৪ হাজার ৫৯১ জন।
এসজেড/
Leave a reply