দুর্ঘটনা এড়াতে শিকাগোর রেললাইনে আগুন!

|

জ্বলন্ত রেল লাইনে চলছে ট্রেন।

শিকাগোর রেললাইনে জ্বলছে আগুন। তীব্র ঠাণ্ডায় দুর্ঘটনা এড়াতে এ পদ্ধতি ব্যবহৃত হয় যুক্তরাষ্ট্রের শিকাগোয়।

যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিমাঞ্চলীয় শহরটিতে তাপমাত্রা নেমেছে মাইনাস এক ডিগ্রি সেলসিয়াসে। এ পরিস্থিতিতে, বরফ আবৃত পিচ্ছিল রেললাইনে ট্রেন চলাচল করা মুশকিল এবং বিপদজনক। যেকোনো মুহূর্তে মারাত্মক দুর্ঘটনা ঘটারও থেকে যায় শঙ্কা। আর সেটি এড়াতেই পরিবহন প্রতিষ্ঠান মেট্রা রেল লাইনের কিছু কিছু জায়গায় আগুন জ্বালিয়ে দেয়া হয়। তাতে মেট্রোপলিটন এলাকায় স্বাভাবিক থাকে ট্রেন চলাচল।

আরও পড়ুন: সম্পদের হিসাবে মুকেশ আম্বানিকে টপকে গেলেন যে ভারতীয়

ছবি: সংগৃহীত

মেট্রা রেল লাইনের মুখপাত্র মাইকেল গিলস সংবাদমাধ্যম সিএনএনকে জানান, রেল লাইনের পাশ দিয়ে চলে যাওয়া গ্যাসের লাইন কাজে লাগিয়ে এই উত্তাপ সৃষ্টি করা হয়। এছাড়া ঠাণ্ডা ও পিচ্ছিল রেল লাইনকে নিরাপদ রাখার জন্য অন্যান্য কিছু হিটিং সিস্টেমকেও কাজে লাগানো হয়।

আরও পড়ুন: করোনার নতুন ভ্যারিয়েন্ট ‘নিওকোভ’ কি সবচেয়ে প্রাণঘাতী?


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply