বাইডেন মানুষের আকারে একটি স্যাঁতসেঁতে পুতুল: ইলন মাস্ক

|

ছবি: সংগৃহীত

বৈদ্যুতিক গাড়ির ভবিষ্যত নিয়ে একটি পোস্টে টেসলার নাম বাদ দেয়ায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নিন্দা করেছেন ইলন মাস্ক। বৈদ্যুতিক গাড়ির বিষয়ে বাইডেনের টুইটার পোস্টের উত্তর দিয়ে, মাস্ক সমস্ত ক্যাপসনে টেসলা এর নাম লিখেছেন। অন্য একটি টুইটে তিনি বলেছেন, মানুষের আকারে বাইডেন একটি স্যাঁতসেঁতে সক্স পুতুল। মাস্ক আরও বলেছিলেন বাইডেন বোকার মতো আচরণ করছেন।

আরও পড়ুন: কানাডায় স্কুল প্রাঙ্গণে মিললো ৯৩টি শিশুর কবর

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, বাইডেন একটি টুইটার পোস্টে বলেন, জিএম এবং ফোর্ডের মতো সংস্থাগুলি এখন আগের থেকে আরও বেশি বৈদ্যুতিক গাড়ি তৈরি করছে। বৈদ্যুতিক যানবাহন প্রস্তুতকারকের নাম বাদ দেয়ার পরে টেসলার সিইও, মাস্ক স্পষ্টতই বিরক্ত হন।

আরও পড়ুন: কারখানা থেকে বাড়ি ফিরেই কোটিপতি কর্মী!

মার্কিন প্রেসিডেন্ট চলতি সপ্তাহের শুরুতে প্রতিদ্বন্দ্বী গাড়ি কোম্পানি জেনারেল মোটরস এবং ফোর্ড মোটরের কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করার পর তিনি এসব কথা বলেন।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply