ধান কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

|

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়েনের কুবাজপুর গ্রামে ধান কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নূরুল হক (৫০) নামের একজন নিহত হয়েছেন। রোববার দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত নূরুল হক উপজেলার রাণীগঞ্জ ইউনিয়েনের কুবাজপুর গ্রামের মৃত ওয়াহাব উল্লাহ’র ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার নূরুল হক তার কাজের লোক নিয়ে গ্রামপার্শবর্তী বোরো জমিতে যান বোর ধান কাটতে। ধান কাটা নিয়ে তার পাশের জমির মালিক একই গ্রামের শহীদ মিয়ার সাথে বাকবিতন্ডা হয়। এরই জের ধরে নুরুল ও শহীদ মিয়ার স্বজনরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। সংঘর্ষের এক পর্যায়ে লাঠির আঘাত লেগে ঘটনাস্থলে মাটিতে লুঠিয়ে পড়েন নুরুল হক। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

জগন্নাথপুর থানাওর ওসি(তদন্ত) আশরাফ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। থানায় কোন পক্ষই লিখিতি কোন অভিযোগ করে নি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply