চট্টগ্রামে অস্থির বাজার পরিস্থিতি

|

চট্টগ্রামের ভোগ্যপণ্যের বাজারে অস্থিরতা কাটছে না কিছুতেই। সরবরাহ ঘাটতি না থাকার পরও প্রায় সব খাদ্যদ্রব্যের দাম ঊর্ধ্বমূখী। খোলাবাজারে বিক্রি শুরুর পর চালের বাজার কিছুটা স্থিতিশীল, তবে তেল ডাল মাছ মাংস শাকসবজির দাম প্রতি সপ্তাহেই বেড়ে চলছে। সাধ ও সাধ্যের সমন্বয় ঘটাতে না পেরে হিমশিম খাচ্ছেন ভোক্তারা।

শীতকালীন সবজিতে ভরপুর চট্টগ্রামের সব কাঁচাবাচার। আশপাশের বিভিন্ন উপজেলা থেকে গাড়ি বোঝাই করে আসছে প্রচুর সবজি। কিন্তু দাম কমার লক্ষণ নেই। উল্টো এ সপ্তাহে ফুলকপির দাম বেড়েছে কেজি ৫ টাকা করে। আর নতুন আসা সবজির দাম আরও চড়া।

টিসিবির মাধ্যমে খোলাবাজারে ন্যায্যমূল্যে চাল বিক্রি শুরু হওয়ায় কিছুটা প্রভাব পড়েছে চট্টগ্রামের বাজারে। এ সপ্তাহে বাড়েনি দাম। তবে তেল, ডাল, আটা, ময়দাসহ অন্যান্য নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী, বাজেটে কুলাতে না পেরে হিমশিম খাচ্ছেন ক্রেতারা।

মুরগী আর গরুর মাংসের বাজারও অস্থির। গত সপ্তাহের চেয়ে বেড়েছে দাম। নিত্যপ্রয়োজনীয় খাদদ্রব্যের কৃত্রিম মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে দ্রুত বাজার তদারকি শুরুর দাবি ভোক্তাদের।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply