ঘোড়াঘাটে স্কুল ছাত্রের পায়ের রগ ও গলা কাটা লাশ উদ্ধার

|

ফাইল ছবি

হিলি প্রতিনিধি:

দিনাজপুরের ঘোড়াঘাটে রিসান নামের ৮ম শ্রেণীর এক ছাত্রকে পায়ের রগ ও গলা কেটে হত্যা করছে দুর্বত্তরা।

শনিবার (২৯ জানুয়ারি) সকালে উপজেলার রাণীগঞ্জ বাজারের একটি অস্থায়ী খাবার হোটেল থেকে তার রক্তাক্ত লাশ উদ্ধার করে ঘোড়াঘাট থানা পুলিশ। নিহত ইনসান আলী (রিসান) উপজেলার কাশিগাড়ী গ্রামের লিটন মন্ডলের ছেলে। সে রানীগঞ্জ হাইস্কুলে অষ্টম শ্রেণীর ছাত্র এবং সপ্তাহে দুইদিন ওই হোটেলেই শ্রমিকের কাজ করতো।

ঘোড়াঘাট থানা পুলিশ জানায়, গতকাল শুক্রবার রাত থেকেই রিসান বাসায় ফেরেনি বলে জানিয়েছে তার পরিবার। শনিবার দুপুরে রাণীগঞ্জ বাজারের গরু-ছাগলের হাট এলাকায় একটি অস্থায়ী খাবার হোটেলের ভিতরে স্থানীয়রা রিসানের গলা ও পায়ের রগ কাটা রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে। কেন এ হত্যা কান্ড তা এখনো জানা যায়নি।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির বলেন, হত্যার রহস্য উদঘাটন এবং হত্যাকারীকে শনাক্ত করার জন্য অনুসন্ধান চলছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply