পীরজাদা হারুনকে এফডিসিতে অবাঞ্ছিত ঘোষণা

|

পীরজাদা হারুনকে এফডিসিতে অবাঞ্ছিত ঘোষণা।

চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করা পীরজাদা শহীদুল হারুনকে এফডিসিতে অবাঞ্ছিত ঘোষণা করেছে এফডিসিতে প্রবেশাধিকার বাধাপ্রাপ্ত হওয়া ১৭টি সংগঠন।

আজ (২৯ জানুয়ারি) এফডিসিতে প্রবেশাধিকার বাধাপ্রাপ্ত হওয়ায ১৭টি সংগঠনের পক্ষে এই ঘোষণা দেন চিত্রপরিচালক সোহানুর রহমান সোহান। তিনি বলেন, নির্বাচন কমিশনার পীরজাদা শহীদুল হারুনকে আগামীতে কোনো চলচ্চিত্রে নেয়া হবে না। তিনি আরও বলেন, পুলিশ প্রশাসনকে পীরজাদা হারুনই নির্দেশনা দিয়েছিলেন যাতে, পরিচালক, প্রযোজন, টেকনিশিয়ানদের নির্বাচনের দিন এফডিসিতে ঢুকতে দেয়া না হয়। পীরজাদা হারুনকে তাই আগামীতে কোনো চলচ্চিত্রে নেয়া হবে না এবং এফডিসিতে ঢুকতে দেয়া হবে না। আজ থেকে উনাকে একদমই অবাঞ্ছিত করা হলো।

আরও পড়ুন: ‘শিল্পী সমিতির আর কোনো নির্বাচন এফডিসিতে হতে পারবে না’

সোহানুর রহমান সোহান আরও জানান, পীরজাদা হারুনকে যেন টিভি নাটকেও অভিনয় করতে দেয়া না হয়, সে ব্যাপারে তারা যোগাযোগ করবেন অভিনয় শিল্পী সংঘের সাথে।

আরও পড়ুন: ‘এমডিকে এফডিসিতে ঢুকতে হলে আমাদের লাশের ওপর দিয়ে যেতে হবে’


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply