ফেসবুক লাইভের ভিডিও মুছে ফেললেন মুনমুন

|

ছবি: সংগৃহীত।

টাকা নিয়ে ভোট দেয়ার অভিযোগের বিরুদ্ধে ফেসবুক লাইভে এসে নিজের অবস্থান পরিষ্কার করেছিলেন চিত্রনায়িকা মুনমুন। সেখানে তার দাবি ছিল, জায়েদ খানের কাছ থেকে টাকা নিয়ে ভোট দেয়ার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। তবে এই ভিডিও পোস্টের কয়েকঘণ্টার মধ্যেই তা মুছে দেন তিনি। বর্তমানে আর মুনমুনের ফেসবুক অ্যাকাউন্টে এই ভিডিও দেখা যাচ্ছে না।

এর আগে রোববার (৩০ জানুয়ারি) বিকেলে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে আসেন মুনমুন। সেখানে এফডিসিতে জায়েদ খানের কাছ থেকে টাকা নিয় ভোট দেয়ার অভিযোগ অস্বীকার করে অভিনেত্রী বলেন, একটা অন্যায় কথা আমার নামে বলছেন আপনারা। আমি রাস্তায় দাঁড়িয়ে টাকা নিয়ে ভোট দেবো? আমি কি রাস্তার লোক? ইলিয়াস কাঞ্চন ভাই দেখলাম একটি সাক্ষাৎকারে বলছেন, আমার হাতে টাকার খাম ছিল। এটা সত্য নয়।

আরও পড়ুন: রাস্তায় দাঁড়িয়ে টাকা নেবো কেনো, আমি রাস্তার লোক নই: ক্ষুব্ধ মুনমুন

এ নিয়ে ভুল তথ্য প্রচার করার অভিযোগ তুলে ইউটিউবারদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুমকিও দেন মুনমুন। বলেন, ইউটিবারদের কথা কেনো বিশ্বাস করে তাদের টাকা ইনকামের রাস্তা বের করে দিচ্ছেন আপনারা? এতে মিডিয়ার সাংবাদিকদেই ক্ষতি হচ্ছে। শুধু এফডিসি নয় সবজায়গায় মানুষের লাইফ ‘হেল’ করে দিচ্ছে এসব ইউটিউবাররা।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply