ইরাকে ফ্লাইট বন্ধের ঘোষণা দিলো কাতার

|

ছবি: সংগৃহীত।

বাগদাদ বিমানবন্দরে রকেট হামলার পর ইরাকে এক সপ্তাহের জন্য ফ্লাইট বন্ধ ঘোষণা করেছে কুয়েত। এক বিবৃতি প্রকাশ করে এ ঘোষণা দিয়েছে কুয়েতের প্রধান বিমান সংস্থা ‘কুয়েত এয়ারওয়েস’। খবর আর আরাবিয়ার।

বিবৃতিতে বলা হয়েছে, বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে কুয়েত বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নির্দেশনার ভিত্তিতে ইরাকে সাময়িক সময়ের জন্য ফ্লাইট বন্ধ করা হলো।

এর আগে গত শুক্রবার (২৮ জানুয়ারি) ইরাকের বিমানবন্দরে পরপর তিনটি রকেট হামলা চালানো হয়। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও অব্যহৃত একটি বেসামরিক বিমান ক্ষতিগ্রস্ত হয়। এরপরই এমন ঘোষণা এলাে কুয়েত এয়ারওয়েসের পক্ষ থেকে।

আরও পড়ুন: ইয়েমেন যুদ্ধে দুই হাজার শিশুযোদ্ধা নিহত: জাতিসংঘ

হামলার পেছনে কারা ছিল তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এই বিমানবন্দরের কাছেই ছিল মার্কিন সামরিক ঘাঁটি। এ হামলার পর সন্দেহভাজন একজনকে গ্রেফতার করেছে ইরাকি কর্তৃপক্ষ।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply