মার্কিন কংগ্রেসের মুখোমুখি হচ্ছেন জাকারবার্গ

|

ক্যামব্রিজ অ্যানালিটিকার কাছে তথ্য সরবরাহের দায়ে মার্কিন কংগ্রেস কমিটির মুখোমুখি হতে যাচ্ছেন ফেইসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। এর আগে আজ সোমবার মার্কিন আইনপ্রণেতাদের সাথে তিনি বৈঠক করবেন।

এ ব্যাপারে ফেইসবুকের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু না বলা হলেও জাকারবার্গের ঘনিষ্ঠ সূত্র বিষয়টি নিশ্চিত করেছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম।

কাল মঙ্গলবার ও বুধবার হাউজ অফ জুডিশিয়ারি ও কমার্স কমিটিতে দু’দফা শুনানির কথা। বিভিন্ন দেশের নির্বাচনে প্রভাব বিস্তার করতে ফেইসবুকের ৮ কোটি ৭০ লাখের বেশি গ্রাহকের তথ্য ব্যবহৃত হয়েছে।

এই ঘটনায় এখন পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যমটির ১৫ শতাংশ পর্যন্ত শেয়ারের দরপতন ঘটেছে। ক্যামব্রিজ অ্যানালিটিকার সাবেক প্রোগ্রামার ক্রিস্টোফার উইলি মনে করেন, তথ্য হাতিয়ে নেয়ার ফলে এখনও বিশ্বজুড়ে রয়ে গেছে ঝুঁকি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply