কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের ওপর পুলিশী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ সোমবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও উপাচার্যের বাসভবনে হামলা ও ভাঙচুরের নিন্দা জানান তারা।
এদিকে আন্দোলনের সময় গ্রেফতারকৃত শিক্ষার্থীদের দুপুরের মধ্যে ছেড়ে না দিলে বিকাল থেকে সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে সর্বাত্মক আন্দোলনের ঘোষণা দিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। দুপুরে বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির সামনে সংবাদ সম্মেলন থেকে এই ঘোষণা দেয়া হয়।
আন্দোলনরত শিক্ষার্থীরা সহিংসতায় জড়িত নয় উল্লেখ করে তারা বলেন, পুলিশ অকারণেই তাদের ওপর হামলা চালিয়েছে। তবে সরকারের সাথে আলোচনার জন্য প্রস্তুত বলেও জানায় শিক্ষার্থীরা।
Leave a reply