শেষ মুহূর্তে আইপিএল নিলাম থেকে নাম প্রত্যাহারের কারণ জানালেন স্টার্ক

|

ছবি: সংগৃহীত।

২০২২ সালের আইপিএলে খেলবেন ঠিক করেও শেষ মুহূর্তে নিজের নাম প্রত্যাহার করেছেন অস্ট্রেলিয়ান গতি তারকা মিচেল স্টার্ক। নিজেকে ফিট রাখতেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

এক ক্রিকেট ওয়েবসাইটে স্টার্ক বলেছেন, নিলামে ওঠার দ্বারপ্রান্তে ছিলাম। কিন্তু ব্যক্তিগতভাবে ২২ সপ্তাহ বায়োবাবলে থাকতে চাই না। অস্ট্রেলিয়ার হয়ে ভালো খেলার জন্য নিজেকে ফিট রাখতে চাই।

২০১৫ সালে নিজের ক্যারিয়ারের প্রথম আইপিএল খেলেন স্টার্ক। এরপর আর কোনো আসরে দেখা যায়নি ২০১৫ ও ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপের সর্বোচ্চ উইকেটশিকারীকে। এবার জানিয়েছিলেন, প্রতিযোগিতায় খেলতে পারেন। তবে শেষ মুহূর্তে পরিবারের সঙ্গে থাকাকেই প্রাধান্য দিলেন এ গতি তারকা।

আরও পড়ুন: বান্ধবীকে পেটানোর অভিযোগ ম্যানইউ তারকা গ্রিনউডের বিরুদ্ধে (ভিডিও)

স্টার্ক বলেন, নিশ্চয়ই কোনো এক সময় আইপিএলে ফিরব। আপাতত অস্ট্রেলিয়ার হয়ে যত বেশি ম্যাচ খেলা যায় সেদিকেই লক্ষ্য। এই সিদ্ধান্ত নেওয়ার ফলে স্ত্রী অ্যালিসা এবং পরিবারের সঙ্গে বেশ কিছু সময় কাটাতে পারব।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply