নিলামে সাড়ে ৪ লাখ ডলারে বিক্রি হলো কোহনের নোবেল পদক

|

ছবি: সংগৃহীত

নিলামে ৪ লাখ ৫৭ হাজার ৫৩১ ডলারে বিক্রি হয়েছে ওয়াল্টার কোহনের নোবেল পদক। রসায়নে ঘনত্ব কার্যকর তত্ত্ব উন্নয়নে ১৯৯৮ সালে ওয়াল্টার কোহন নোবেল পদক পান। ১৯২৩ সালে ভিয়েনায় এক ইহুদি পরিবারে জন্মগ্রহণ করেন কোহন। গত সপ্তাহে তার নোবেল পদকটি নিলামে তোলা হয়।

জেরুজালেম পোস্টের প্রতিবেদনে বলা হয়, নাজিরা যখন ১৯৩৮ সালে অস্ট্রিয়া দখল করে নেয় তখন কোহন বাধ্য হন স্কুলের পড়াশুনা বন্ধ করতে। কোহনকে স্কুল থেকে বের করে দেয়া হয়। সেসময় তার পিতার ব্যবসা নাজিরা দখল করে নেয়।

আরও পড়ুন: সপরিবারে আত্মগোপনে জাস্টিন ট্রুডো

হলোকাস্টে কোহনের পিতা-মাতা মারা গেলে কোহন অন্যান্য ইহুদি ছেলেমেয়ের সাথে ইংল্যান্ডে চলে আসেন। কানাডায় কোহন টরেন্টো বিশ্ববিদ্যালয়ে ফলিত গণিতে পড়াশুনা করেন। পদার্থবিদ্যায় পিএইচডি করেন হার্ভার্ডে। ৯৩ বছর বয়সে ২০১৬ সালে কোহন মারা যান। নিলামে কোহনের বিজ্ঞান বিষয়ক তিনটি বই বিক্রি হয়।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply