অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সুপার লিগ প্লেঅফের সেমিফাইনালে আরিফুল ইসলামের সেঞ্চুরিতে পাকিস্তানের বিপক্ষে ১৭৫ রান তুলতে সক্ষম হয়েছে বাংলাদেশ।
সোমবার (৩১ জানুয়ারি) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় টস জিতে প্রথমে ব্যাটিং করে সবগুলো উইকেট হারিয়ে এই রান তুলতে সক্ষম হয় রাকিবুল হাসানরা।
অ্যান্টিগায় পাকিস্তানের বিপক্ষে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। ২৩ রানের মধ্যেই হারিয়ে ফেলে টপ অর্ডারের ৩ উইকেট। একে একে ফিরে যান মাহফিজুল ইসলাম, প্রান্তিক নওরোজ নাবিল ও আইচ মোল্লা। চতুর্থ উইকেট জুটিতে ইফতেখার হোসাইন ইফতিকে নিয়ে ৫০ রানের জুটি গড়ে প্রাথমিক বিপর্যয় সামাল দেন আরিফুল ইসলাম।
দলীয় ৭৩ রানে ইফতি ও ৮১ রানে মোহাম্মদ ফাহিম আউট হয়ে গেলে আবারও বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। তবে একপ্রান্ত আগলে রাখেন আরিফুল। শেষ পর্যন্ত ১১৯ বলে সেঞ্চুরি পূরণ করেই আউট হন তিনি। আরিফুল ছাড়া বাংলাদেশের হয়ে দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পেরেছেন আর মাত্র দুইজন। ইফতেখার হোসাইন করেন ২৫ রান ও সাতে নামা এসএম মেহরাবের সংগ্রহ ১৪ রান।
জেডআই/
Leave a reply